ল্যাপটপে কিভাবে অ্যাপস ডাউনলোড করব?

বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। আজকাল আমরা সকলে কমবেশি ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি। ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করার সময় আমাদেরকে অনেকগুলো জরুরী অ্যাপস এর প্রয়োজন পড়ে।

কিন্তু আমরা সেই অ্যাপ গুলো অনেক সময় ডাউনলোড করতে পারি না। এর পিছনে অনেক ধরনের জটিলতা থাকতে পারে। এই জটিলতাগুলোর মধ্যে যেকোনো একটির শিকার আপনিও হতে পারেন।

তাই আজকে আপনার সুবিধার জন্য আমি ল্যাপটপ বা কম্পিউটারে অ্যাপ ডাউনলোড করার নিয়ম জানিয়ে দেবো। আমি বিশেষ করে জানিয়ে দেবো ল্যাপটপে কিভাবে অ্যাপস ডাউনলোড করবেন। এই পদ্ধতি অনুসরণ করে আপনি নিজের কম্পিউটারেও একইভাবে অ্যাপস গুলো ডাউনলোড করতে পারবেন।

Read More : নতুন ল্যাপটপ চার্জ দেওয়ার নিয়ম জেনে নিন | ৫টি কার্যকর নিয়ম

ল্যাপটপে কিভাবে অ্যাপস ডাউনলোড করব?

সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কম্পিউটারে বা ল্যাপটপে অ্যাপ ডাউনলোড করার পদ্ধতি কয়টি ও কি কি। সাধারণত যে কোন সফটওয়্যার কিংবা অ্যাপস তিন ধরনের হয়ে থাকে। এই তিন ধরনের বা তিন পদ্ধতির অ্যাপ্স আমরা ৩ টি মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপে ইন্সটল করতে পারি।

  1. ইএক্সই ফাইল (Exe File)
  2. মাইক্রোসফট স্টোর
  3. গুগল প্লে স্টোর

1. ইএক্সই ফাইল (Exe File)

ইএক্সই ফাইলগুলো সাধারণত অনেক সহজেই কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড কিংবা ইন্সটল করা যায়। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ল্যাপটপে উইন্ডোজ সেটআপ করতে হয়। উইন্ডোজ সেটআপ অনেক ধরনের হয়ে থাকে যাকে আমরা,

  • উইন্ডোজ ৭
  • উইন্ডোজ ৮
  • উইন্ডোজ ১০ বা
  • উইন্ডোজ ১১ বলে থাকি

এই উইন্ডোজ সেটআপ যদি আপনার ল্যাপটপে থাকে। তাহলে আপনি ইএক্সই ফাইলগুলো অনেক সহজেই নিজের ল্যাপটপে ইন্সটল করতে পারবে। এর জন্য আপনার ল্যাপটপে থাকা ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি প্রয়োজনীয় সফটওয়্যার গুলো সার্চ করে তার ইএক্সই ফাইল ডাউনলোড করবেন।

ইএক্সই ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পর ইএক্সই ফাইল ওপেন করে অ্যাডমিনিস্টার এক্সেস দিয়ে সে ফাইলের মাধ্যমে সফটওয়্যারটি আপনার ল্যাপটপে ইনস্টল হয়ে যাবে। এরপর সেই এপস বা সফটওয়্যারটি আপনি নিজের ল্যাপটপে আরামে ব্যবহার করতে পারবেন।

ইএক্সই ফাইল থেকে ইনস্টল হয় এমন কিছু সফটওয়্যার এর নাম হচ্ছে –

  • উইনরার
  • গুগল ক্রোম
  • ফিলমোরা ভিডিও এডিটর
  • এডোবি
  • প্রিমিয়ার প্রো ভিডিও এডিটর
  • টেলিগ্রাম পিসি ভার্সন ইত্যাদি

Read More : ল্যাপটপে বাংলা লেখার নিয়ম । ৩টি চমৎকার নিয়ম ও সফটওয়্যার

2. মাইক্রোসফট স্টোর

মাইক্রোসফট স্টোর মাইক্রোসফট কোম্পানির অফিসিয়াল একটি অ্যাপস এর সমাহার। যেখান থেকে আপনি সকল প্রয়োজনীয় অ্যাপস গুলো ইন্সটল করতে পারবেন। এজন্য শুধু প্রয়োজন আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সেটআপ থাকা।

একবার আপনার ল্যাপটপে উইন্ডোজ সেটআপ ভালো ভাবে হয়ে গেলে আপনি মাইক্রোসফট স্টোর এক্সেস করতে পারবেন। এক্সেস করার জন্য সবার প্রথমে আপনাকে একটি মাইক্রোসফট এর মেইল বানিয়ে নিতে হবে। এই মেইল কে বলা হয় “আউটলুক মেইল”।

যেমন ভাবে গুগলের জন্য জিমেইল হয়ে থাকে তেমনি Microsoft এর জন্য আউটলুক হয়ে থাকে। একবার এই Microsoft এর মেইল বানিয়ে নেওয়ার পর আপনি নিজের কম্পিউটারের স্টার্ট বাটনের পাশে ‘সার্চ বারে’ মাইক্রোসফট স্টোর লিখে সার্চ দিলে আপনার সামনে মাইক্রোসফট স্টোর চলে আসবে।

এরপর সে Microsoft ষ্টোর অপশনটিতে ক্লিক করে আপনি মাইক্রোসফট স্টোর ওপেন করে ফেলবেন। তারপর আপনার সামনে মাইক্রোসফটের আউটলুক মেইল দিয়ে সাইন ইন করতে বলা হবে। আপনি নিজের তৈরি করা আউটলুক মেইল সেখানে সাইন ইন করে নিবেন।

তারপর আপনি মাইক্রোসফট স্টোর এক্সেস করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় সকল অ্যাপস সেখান থেকে নিজের ল্যাপটপে ইন্সটল করতে পারবেন। এভাবেই আপনি মাইক্রোসফট ব্যবহার করে নিজের ল্যাপটপে অ্যাপসগুলো চালাতে পারবেন।

Read More : পুরাতন ল্যাপটপ কোথায় পাওয়া যায়? কেনার আগে করণীয় কি?

3. গুগল প্লে স্টোর

গুগল প্লে স্টোর হচ্ছে এপ্স ইনস্টল করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। বিশেষ করে মোবাইল ব্যবহার কারীদের কাছে গুগল প্লে স্টোর অনেকটাই পছন্দনীয়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাইরেক্ট ল্যাপটপে ইনস্টল হয় না।

শুধু ল্যাপটপে নয় কম্পিউটারে ও Google Play Store থেকে সরাসরি কোন অ্যাপ ইন্সটল করা সম্ভব না। গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইন্সটল করার জন্য সর্বপ্রথম আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে এন্ড্রয়েড মোডে করতে হবে।

এর জন্য আপনাকে কিছু কিছু এমুলেটর এর প্রয়োজন পড়বে। এমুলেটর হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটি আপনার পিসিতে আপনাকে অ্যান্ড্রয়েড এক্সেস প্রদান করবে। এমুলেটরগুলো যে কোন ওয়েব ব্রাউজার থেকে আপনি সার্চ করে ইন্সটল করতে পারেন।

এইগুলো ইএক্সই ফাইলে দেওয়া থাকে। সর্বপ্রথম এমুলেটরের ইএক্সই ফাইল ইন্সটল করার পর সেটিকে এডমিনিস্ট্রেটর এক্সেস দিয়ে নিজের ল্যাপটপের ইনস্টল করতে হবে। তারপর সেটি নিজের ল্যাপটপে চালু করে যেভাবে মোবাইল চালানো হয় সেভাবেই আপনি আপনার ল্যাপটপটি চালাতে পারবেন।

যার কারণে সহজে আপনি নিজের ল্যাপটপ দিয়ে গুগল প্লে স্টোরে এক্সেস করে আপনার প্রয়োজনীয় অ্যাপস গুলো নিজের ল্যাপটপে ইনস্টল করে নিতে পারবেন। মার্কেটে অনেকগুলো এমুলেটর জনপ্রিয় রয়েছে যেগুলোর মধ্যে কয়েকটি এমন নাম আমি জানিয়ে দিচ্ছি।

এই ইমুলেটর গুলোর মধ্যে যেকোনো একটি এমুলেটর ব্যবহার করলে আপনি গুগল প্লে স্টোর নিজের ল্যাপটপ দিয়ে এক্সেস করতে পারবেন। এমুলেটরগুলোর নাম হচ্ছে –

  1. RetroArch
  2. BlueStacks
  3. LDPlayer
  4. NoxPlayer
  5. Memu Play ইত্যাদি প্রমুখ
এমুলেটরের নাম ইনস্টল করার লিংক
RetroArch Click here..
BlueStacks Click here..
LDPlayer Click here..
NoxPlayer Click here..
Memu Play Click here..

Read More : কম্পিউটার বা ল্যাপটপ স্লো হলে করণীয় এবং ফাস্ট করার উপায়

ল্যাপটপে কিভাবে প্লে স্টোর ডাউনলোড করব?

উপরের আলোচনা থেকে আপনারা ইতোমধ্যে বুঝে গিয়েছেন যে ল্যাপটপে সরাসরি প্লে স্টোর বা প্লে স্টোর থেকে কোন অ্যাপ ডাউনলোড করা যায় না। এর সবচেয়ে প্রধান কারণ হচ্ছে প্লে স্টোর হলো অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য আর ল্যাপটপ হচ্ছে উইন্ডোজ ভার্সন।

কাজেই অ্যান্ড্রয়েড ভার্সনের জিনিস উইন্ডোজ ভার্সনে সরাসরি ইন্সটল করা যায় না। এর জন্য সবার প্রথমে আপনাকে আপনার উইন্ডোজ ভার্সন অর্থাৎ ল্যাপটপকে এন্ড্রয়েড ভার্সনের রূপান্তর করতে হবে।

এ পদ্ধতিটি এমুলেটরের মাধ্যমে অনেক সহজ হয়ে যায়। তাই আপনি সবার প্রথমে যে কোন একটি এন্ড্রয়েড এর এমুলেটর নিজের ল্যাপটপে ইন্সটল করে নিন।

তারপর সে ইমুলেটরের মাধ্যমে নিজের ল্যাপটপ দিয়ে প্লেস্টোর ডাউনলোড করবেন বা প্লে স্টোরে যেকোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও ইমুলেটরের ব্যবহার করে আপনি মোবাইল ফোনে যে কাজগুলো করতে পারতেন সেগুলো নিজের ল্যাপটপ দিয়েই করতে পারবেন।

FAQ

  1. কম্পিউটারে প্লে স্টোর ডাউনলোড

    কম্পিউটারে প্লে স্তর ডাউনলোড হয় না। আপনি যদি কম্পিউটারে উইন্ডোস ব্যবহার করছেন তাহলে মাইক্রোসফট স্টোর ব্যবহার করতে পারেন। তাছাড়া কম্পিউটারে প্লে স্টোর ব্যবহার করার জন্য আপনাকে আগে একটি ইমুলেটর ইনস্টল করতে হবে।

  2. প্লে স্টোর কি পিসিতে ডাউনলোড করা যায়

    না, প্লে স্টোর পিসিতে ডাউনলোড করা যায় না। এর জন্য ইমুলেটরের প্রয়োজন পরে।

  3. মোবাইলে প্লে স্টোর ইনস্টল করব কিভাবে

    বর্তমান সময়ে সকল মোবাইলে ডিফল্টভাবে প্লে স্টোর ইনস্টল করা থাকে। তাই আলাদা করে প্লে স্টোর ইনস্টল করার প্রয়োজন পরে না। তবে আপনার মোবাইলে যদি প্লে স্টোর ডিফল্টভাবে ইনস্টল করা না থাকে।

    তাহলে গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা যেকোনো কম্পিউটার দোকানে নিজের মোবাইল নিয়ে গেলে টাকা আপনার মোবাইলে প্লে স্টোর সেটাপ করে দিবে।

Leave a Comment